জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে। ০১ নভেম্বর ২০২৪ খ্রি. হতে ৩০ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত মোট ০৮ মাস জাটকা (যে সকল ইলিশের দৈর্ঘ্য ১০ ইঞ্চি বা ২৫ সে.মি এর কম) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ০১ বছর থেকে ০২ বছরের কারাদন্ড অথবা ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। জনসচেতনতায়: সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, আদমদীঘি, বগুড়া।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
In order to get Information services enter into our National portal.
পোলিং
মতামত দিন